শক্তিশালী ঘূর্ণিঝড় 'হাতোর' আঘাতে বুধবারে চীনের দক্ষিণাঞ্চলে ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির গুয়াংডং প্রদেশের ঝুহাই শহরের কাছ দিয়ে ঘূর্ণিঝড়টি অগ্রসর হয়ে স্থলভাগে আঘাত হানে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।
হাতোর বাতাসের বেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৭৫ কিলোমিটার ছিল বলে জানিয়েছে হংকংয়ের আবহাওয়া কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে ওই অঞ্চলে প্রবল ঝড় ও বৃষ্টি হয়েছে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হংকং ঘূর্ণিঝড়ের সতর্কতা হিসেবে ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করে। ঘূর্ণিঝড়ের তান্ডবে হংকং ও পার্শ্ববর্তী ম্যাকাউতে জীবনযাত্রা অচল হয়ে পড়ে। এ ঝড়ের আঘাতে ম্যাকাউতে আটজনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে এ অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে বন্যাও দেখা দিয়েছে। চীনের মূলভূখণ্ডে আরো চারজনের মৃত্যুর খবর জানা গেছে। এছাড়া আরেক ব্যক্তির নিখোঁজ থাকার কথা জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
বিডি প্রতিদিন/এ মজুমদার