আর্ন্তজাতিক মহলকে উত্তপ্ত করে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। আর তারই জের ধরে কিমের সর্বশেষ পরমাণু অস্ত্র পরীক্ষায় চিন্তিত যুক্তরাষ্ট্র। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে উত্তর কোরিয়া ইস্যুতে কথা বলবেন বলে জানা গেছে।
পিয়ংইয়ংয়ের সবথেকে ভয়ঙ্কর পরমাণু অস্ত্র পরীক্ষার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশ দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ বেশ কিছু দেশ। আর মার্কিন প্রেসিডেন্ট কিমকে যোগ্য জবাব দিতেই বদ্ধপরিকর। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই আলোচনার বিষয়ে জানিয়েছে হোয়াইট হাউস।
উত্তর কোরিয়া গত রবিবার ভয়ানক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে। এবং এখানেই যে শেষ নয়, সেই ইঙ্গিতও স্পষ্ট কিমের কথাবার্তায়। বিশ্বজুড়ে কিমের এই পদক্ষেপে সমালোচনার ঝড় বয়ে গেছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে কথা বলবেন। এর আগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গেও বেশ কয়েকবার কথা বলেন ট্রাম্প।
উল্লেখ্য, গত রবিবারের সকালেই প্রবল কম্পনে কেঁপে ওঠে কোরীয় উপদ্বীপ। সেই সঙ্গে উত্তর কোরিয়ার পরমাণু বিস্ফোরণ কর্মসূচি নিয়ে আলোড়ন ছড়িয়ে পড়ে সর্বত্র। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, ষষ্ঠ পরমাণু বিস্ফোরণের মাত্রা গত পরীক্ষার থেকে ৯.৮ গুণ বেশি।
বিডি-প্রতিদিন/৭ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ