বালোচিস্তানের এক পাহাড়ি অঞ্চলে মাটির নিচে পরমাণু অস্ত্র লুকিয়ে রাখছে পাকিস্তান। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা। স্যাটেলাইট ইমেজ থেকে এই তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।
ওই রিপোর্টে বলা হয়েছে, বালোচিস্তানের ওই অংশেই মজুত রয়েছে পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল ও ওয়ারহেড। এই রিপোর্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের চার প্রতিরক্ষা বিশেষজ্ঞ ডেভিড, আলব্রাইট, সারাহ বুরখন্দ, অ্যালিসন লাচ ও ফ্রাঙ্ক পাবিয়ান। তাঁরা জানিয়েছেন, এখানে গোপনে মজুত করা হচ্ছে অস্ত্র। কী ধরনের অস্ত্র রয়েছে, তার বর্ণনাও রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে।
তবে বালোচিস্তানে এই ঘাঁটি থাকলেও পাকিস্তান আরও নিরাপদ কোনো জায়গার সন্ধান করছে বলে জানানো হয়েছে। দেশের মাঝখানে কোনো জায়গায় অস্ত্র রাখার পরিকল্পনা করছে ইসলামাবাদ। বিশেষ করে ভারতের সীমান্ত থেকে দূরে কোনো জায়গায় সেই ঘাঁটি তৈরি করতে চাইছে তারা।
জানা গেছে, ওই কমপ্লেক্সে ঢোকার তিনটি রাস্তা রয়েছে। গাড়িও ঢুকতে পারে সেখান দিয়ে। এর আগে ২০১৪ সালে দেখা গিয়েছিল পাহাড়ি অঞ্চলে মজুত রয়েছে অস্ত্র।
বিডি-প্রতিদিন/৭ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ