এবার পুয়ের্তো রিকোয় হারিকেন ইরমার আঘাতে কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা কর্লোস আসিভেদো বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। খবর এএফপি’র।
এর আগে, আটলান্টিক মহাসাগর থেকে সৃষ্ট এক শতকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইরমা ক্যারিবীয় অঞ্চলের ছোট কয়েকটি দ্বীপকে ধ্বংসস্তুপে পরিণত করে। পাঁচ ক্যাটাগরির এই ঘূর্ণিঝড়ে ক্যারিবীয় চারটি দ্বীপ মিলে অন্তত ১০ জন মারা গেছে বলে খবর পাওয়া যায়। আহত হয়েছে আরও কমপক্ষে ২৩ জন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) স্কেলে এটিই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।
কর্লোস আসিভেদো বলেন, ‘হারিকেন ইরমা পুয়ের্তোর ওপর দিয়ে বয়ে যাওয়ায় দু’জনের মৃত্যু হয়েছে।’
তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি।
বিডি প্রতিদিন/০৮ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম