মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুইজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। মেক্সিকো সিটিতেও এই ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিত জরিপ বিভাগ সেখানে সুনামি সতর্কতা জারি করেছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল মেক্সিকোর শিয়াপাসে ওই দুইজনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
চিয়াপাস প্রদেশের ট্রেস পিকোস শহর থেকে ১২০ কিলোমিটার দূরে সমুদ্রে এই ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের মাত্রার প্রাথমিক রিখটার স্কেলে ৮ বলা হলেও পরে তা সংশোধন করে ৮ দশমিক ১ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
বিডি প্রতিদিন/০৮ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম