ইরান একটি নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এ ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মিত্র ইসরাইলের ওপর আঘাত হানতে সক্ষম। খোরামশাহর নামের এ ক্ষেপণাস্ত্রটির পাল্লা হচ্ছে ২০০০ কিলোমিটার।
গত শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প ইরানের সমালোচনা করে বলেন, তারা উত্তর কোরিয়ার শাসকচক্রকে সহযোগিতা করছে। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণেও ট্রাম্প ইরানের সমালোচনা করেন।
শুক্রবার এক সামরিক প্যারেডে এ ক্ষেপণাস্ত্র দেখানো হয়। এটি এমন ধরনের ক্ষেপণাস্ত্র যার মাথায় একাধিক বোমা বসানো সম্ভব। ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আমীর বলেছেন, ইরানকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য কারও অনুমতি নিতে হবে না।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন