আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারাব প্রদেশে মার্কিন বিমান হামলায় শীর্ষ কমান্ডারসহ ৪৩ তালেবান নিহত হয়েছেন বলে জানিয়েছেন আফগান ন্যাশনাল আর্মি’র কমান্ডার জেনারেল জানাত গুল। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের জানান, একদিন আগে প্রদেশের খাজা শাহবাজ পশ এলাকায় কমান্ডো বাহিনীসহ নিরাপত্তা বাহিনীর ৩০০ সদস্য বিশিষ্ট একটি দলের ওপর হামলা চালায় তালেবান। ওই হামলার পাল্টা জবাব দিতে সম্ভাব্য তালেবান ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়। এই হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।
তবে আফগানিস্তানে মার্কিন বাহিনী (ইউএসফোর-এফ) এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, গত এক মাসে সেখানে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিপুল সংখ্যক জঙ্গি নিহত হয়েছেন। আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ ঘানি গত সপ্তাহে লন্ডনে এক সম্মেলনে বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত এক মাসে প্রায় ১৩০০ তালেবান নিহত হয়েছেন।
বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ