চীনের পূর্বাঞ্চলীয় ঝিজিয়াং প্রদেশের একটি নগরীতে সোমবার দু’টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সূত্র।
এ ব্যাপারে স্থানীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়, ঝিজিয়াং প্রদেশের তাইঝু নগরীতে মধ্যরাতের পরপরই এ আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দগ্ধ হয়ে ১১ জনের প্রাণহানি ঘটে। মারাত্মকভাবে দগ্ধ অপর দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে আরও ১০ জন সামান্য দগ্ধ হয়।
অগ্নিকাণ্ডের কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, আইন ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে চীনে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটে।
সূত্র: এএফপি
বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ