যুক্তরাষ্ট্রে এক কিশোরীকে অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় নিউ ইয়র্কের সাবেক ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য অ্যান্থনি ওয়েইনারকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার এই সাজা ঘোষণা করেন ম্যানহাটানের ডিস্ট্রিক্ট জাজ ডেনিস কোট। খবর-রয়টার্স'র।
ওয়েইনারের সাজা ৬ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তবে ওয়েইনারের শারীরিক অসুস্থতার কথা বলে তাকে কারাগারে না রেখে প্রোবেশনে রাখার আবেদন করেছেন তার আইনজীবী।
নর্থ ক্যারোলিনার হাইস্কুল পড়ুয়া ওই শিক্ষার্থীর সঙ্গে স্পষ্টভাষায় যৌনতা বিষয়ক মেসেজ চালাচালি করেছিলেন ওয়েইনার। যা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে গুরুতর ভূমিকা রেখেছে। কারণ, ওয়েইনারের স্ত্রী হুমা আবেদিন হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচার শিবিরের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম