আগাম জাতীয় নির্বাচনের জন্য জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিলেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।
নিজের জনপ্রিয়তা যাচাই এবং উত্তর কোরিয়া নিয়ে বিদ্যমান সংকটে জনমত জানতে সরকারের মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই সাধারণ নির্বাচন দিচ্ছেন শিনজো আবে। তিনি তার সমর্থনে আরো শক্তিশালী জনরায় চাইছেন।
এর আগে গত সোমবার জাপানে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন আবে। আগামী ২২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
২০১২ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শিনজো আবে। তার দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ডায়েটে (জাপানের পার্লামেন্ট) জোট সরকারের নেতৃত্ব দিচ্ছে।
চলতি বছরের শুরুর দিকে শিনজো আবের জনপ্রিয়তায় ভাটা পড়ে। তবে উত্তর কোরিয়া জাপানের ওপর দিয়ে দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ায় তার প্রতি জনসমর্থন আবারো বেড়েছে বলে মনে করা হচ্ছে।
তবে এবারের নির্বাচনে আবের মুখোমুখি হচ্ছেন টোকিওর গভর্নর ইউরিকো কোইকে। ফলে সহজেই জয় নিশ্চিত হবে না তার।
বিডিপ্রতিদিন/ ২৮ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান