চালে ভর্তুকি দেয়ার প্রকল্পে দুর্নীতির অভিযোগে বুধবার থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে পাঁচ বছরের জেল দেয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর প্রধান প্রায়ুথ চান-ওচা বলেছেন, ইংলাক দুবাইয়ে আছেন।
তিন বছর আগে সামরিক ক্যুর মাধ্যমে ইংলাককে ক্ষমতাচ্যুত করেন প্রায়ুথ চান-ওচা। পরে তাকে দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি করা হয়। আদালতের রায় সামনে রেখে প্রায় এক মাস আগে গোপনে দেশ ত্যাগ করেন ইংলাক। তার অনুপস্থিতিতে রায় পিছিয়ে দেন থাইল্যান্ডের সর্বোচ্চ আদালত। অবশেষে গতকাল বুধবার রায় ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার সাংবাদিকদের প্রায়ুথ চান-ওচা বলেন, 'পররাস্ট্র মন্ত্রণালয় ইংলাকের গতিবিধির ওপর নজর রাখছে। তাকে ফিরিয়ে এনে সাজার মুখোমুখি করতে পুলিশ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্টারপোল সমন্বিতভাবে কাজ করবে।' সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা