‘আগে ভোটদান, পরে পানি পান’। গণতন্ত্রের এতভালো স্লোগান খুব কমই শোনা গেছে। নব্বইয়ের দশকে এমন স্লোগান তুলে তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। সেই বাজপেয়ীর নাম বাদ গেল ভোটার তালিকা থেকে।
ভারতের লক্ষ্ণৌর বাবু বেনারসী দাস ওয়ার্ডের ৯২/৯৮–১ নম্বর বাড়ির বাসিন্দা ছিলেন তিনি। লক্ষ্ণৌ পুরসভার (এলএমসি) পক্ষ থেকে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। পুরসভায় বাজপেয়ী শেষবার ভোট দিয়েছিলেন ২০০০ সালে। আর এখান থেকে শেষবার ভোট দিয়েছিলেন ২০০৪ সালে। প্রায় এক দশক তিনি বাড়িতে থাকেন না। সেই কারণেই তাঁর নাম নেই বলে জানিয়েছেন এলএমসি–জোন ১ এর জোনাল অফিসার অশোক কুমার সিং।
১৯৯৯–২০০৪ সাল পর্যন্ত তিনি লক্ষ্ণৌ কেন্দ্রের সাংসদ ছিলেন। ২০০৬ সালে বিজেপি–র উত্তরপ্রদেশের সহকারী মুখ্যমন্ত্রী প্রার্থী দীনেশ শর্মার হয়ে প্রচারও সারেন। এখন ল্যুটিয়েনস দিল্লির ৬–এ বাড়িতে থাকেন অসুস্থ বাজপেয়ী। লালকৃষ্ণ আদবানি এবং রাজনাথ সিং–রা নিয়ম করে তাকে দেখতে আসেন।
বিডি প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর