পাকিস্তানের বন্দর নগরী করাচিতে একটি গোপন আস্তানায় নিরাপত্তা বাহিনীর অভিযানে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ এ কথা জানায়। খবর সিনহুয়ার।
সিনিয়র পুলিশ সুপারিনন্টেডেন্ট রাও আনোয়ার জানান, পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের রাজধানী করাচির সাচাল এলাকায় এসব সন্ত্রাসীর উপস্থিতির ব্যাপারে গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা বাহিনীর সদস্যদের সঙ্গে পুলিশ এ অভিযান চালায়।
আনোয়ার বলেন, ‘সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি চালালে তারাও পাল্টা গুলি করে। এতে ছয় সন্ত্রাসীর সকলেই নিহত হয়।’
তিনি আরও জানান, নিহতরা নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গ্রুপ আল-কায়েদা ও আইএসের সদস্য। তারা মহররম মাসের ১০ তারিখ আশুরার দিন সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল।
নিহত সন্ত্রাসীদের মধ্যে একজন প্রকৌশলী এবং সে ড্রোন ও অন্যান্য আগ্নেয়াস্ত্র বানাতে পারদর্শী। পুলিশ তাদের ওই গোপন আস্তানা থেকে অনেক অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে।
এদিকে পবিত্র মহররম মাস চলাকালে যেকোনো অঘটন এড়াতে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম