ভারতের রাজস্থানের বিকানেরে এক নারীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া যায়। সেই নারীর দাবি, অপহরণের পর ২৩ জন পুরুষ তাকে ধর্ষণ করেছে। যদিও পুলিশের দাবি, ৮ জনের নামে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দিল্লির বাসিন্দা ২৮ বছরের সেই নারীর দাবি, গত ২৫ সেপ্টেম্বর বিকানের লাগোয়া তার একটি জমি দেখভাল করতে গিয়েছিলেন তিনি। ফেরার জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিলেন গাড়ির জন্য। সেই সময় তাকে জোর করে একটি গাড়িতে তোলে ২ ব্যক্তি। এরপর তাকে বন্দি করে একে একে ধর্ষণ করে ২৩ জন।
ঘটনার কথা জানিয়ে বিকানেরের জয় নারায়ণ ব্যাস কলোনি থানায় অভিযোগ জানিয়েছেন সেই নারী। তার দাবি, বেশ কয়েক ঘণ্টা পর যে জায়গা থেকে অপহরণ করা হয়েছিল তাঁকে সেখানেই ফেলে দিয়ে যায় দুষ্কৃতীরা।
তিনি জানিয়েছেন, প্রথমে তাকে ধর্ষণ করে দুই অপহরণকারী। তারপর তারা আরও ৬ জনকে ডেকে নেয়। তারাও তাকে দফায় দফায় ধর্ষণ করে। এরপর একটি অফিস বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তাকে ধর্ষণ করে একাধিক ব্যক্তি। মোট ২৩ জন পুরুষ তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগে জানিয়েছেন মহিলা।
যদিও পুলিশের দাবি, ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দিতে সেই নারী জানিয়েছেন, ৮ জন ধর্ষণ করেছে তাকে। তার মধ্যে ৬ জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে বিকানের পুলিশ।
বিডি-প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর