আগামী অর্থবছরে মাত্র ৪৫ হাজার শরণার্থী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চিঠিতে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসনকে জানিয়েছেন। হোয়াইট হাউজ শুক্রবার বিষয়টি প্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ ব্যাপারে শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী যখন মানবিক সংকট চলছে, এমনকি যুক্তরাষ্ট্র থেকেও শরণার্থীদের তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে তখন এতো অল্প সংখ্যক শরণার্থী গ্রহণের সিদ্ধান্ত চলমান সংকটকে উপেক্ষা করা ছাড়া কিছুই নয়।
তবে ট্রাম্প প্রশাসন বলছে, যুক্তরাষ্ট্রে আশ্রয় চেয়ে করা অসংখ্য আবেদন জমা পড়েছে, তাছাড়া শরণার্থীদের জন্য সম্মানজনক আবাসনের ব্যবস্থা করাও একটি চ্যালেঞ্জ। তাই অল্প সংখ্যক শরণার্থী গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ