হাফিজ সাইদের মদতপুষ্ট মিল্লি মুসলিম লিগকে পাকিস্তানে যাতে ভোটে দাঁড়াতে না দেওয়া হয়, তার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রালয়।
সেই আবেদনে মিল্লি মুসলিম লিগ দলের প্রধান হাফিজের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছে আমেরিকা সেই কথাও উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রালয়ের পাঠানো সেই চিঠির অংশ বিশেষ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সেখানে বলা হয়েছে, ‘পাকিস্তানের নির্বাচন কমিশনের উচিত মিল্লি মুসলিম লিগের নির্বাচনে লড়ার আর্জি খারিজ করা। কারণ মুম্বাই হামলায় ১৬৬ জনের মৃত্যুর দায়ে অভিযুক্ত লস্কর ই তৈবার সমর্থিত এই দল।’
দু’পাতার সেই চিঠিতে আরও বলা হয়েছে, মিল্লি মুসলিম লিগের রেজিস্ট্রেশন সমর্থনযোগ্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি হাফিজ সাইদকে আন্তর্জাতিক জঙ্গি বলে ঘোষণা করেছে। ২০০৮ সালের মুম্বাই হামলার মূল চক্রী ঘোষণা করে তার সম্পর্কে তথ্য দিলে ১০০ কোটি ডলার দেওয়া হবে ঘোষণা করেছে ওয়াশিংটন।
উল্লেখ্য, হাফিজ সাইদ এখন গৃহবন্দী রয়েছে। তার বিরুদ্ধে কোনও চার্জ গঠন করতে ভয় পাচ্ছে পাকিস্তান। কেননা এমনটি হলে আমেরিকা এবং ভারত আরও কাছাকাছি আসার সুযোগ পেয়ে যেতে পারে।
বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর