দক্ষিণ আফ্রিকায় অপরাধী চক্রের মধ্যে সিরিজ গোলাগুলিতে ১১ জন নিহত হয়েছে। এদের মধ্যে একটি মদের দোকানে বন্দুকধারীদের গুলিতে চারজন মারা গেছে।
শনিবার মধ্যরাতে দেশটির কেপ টাউনের একটি শহরতলীতে এ গোলগুলির ঘটনা ঘটে। কেপটাউনের ফিলপি জেলায় এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাটিতে প্রতিপক্ষ অপরাধী চক্রের মধ্যে গোলাগুলির এসব ঘটনা ঘটে।
শিবিন নামের একটি বারে চারজনকে গুলি করা হয়। পাশেই পাওয়া যায় তিনটি মরদেহ। জেলার অন্যত্র আরও চারজনের মরদেহ পাওয়া যায়।
অপরাধপ্রবণ শহর কেপটাউনে গত এক দশকে খুনের হার ৪০ ভাগ বেড়েছে। দক্ষিণ আফ্রিকার মধ্যে সবচেয়ে বেশি খুন হয় এই শহরে।
বিডিপ্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান