ভারতের ৮৫তম বিমান বাহিনী দিবসে বক্তব্য দিতে গিয়ে এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া জানান, স্বল্প সময়ের নোটিশেই যুদ্ধ করতে প্রস্তুত ভারতীয় বিমান বাহিনী।
রবিবার ভারতীয় বিমান বাহিনীর প্রতিষ্ঠা দিবসে ধানোয়া জানান, দেশের নিরাপত্তার জন্য যে কোনও চ্যালেঞ্জের সম্মুখীন হতে প্রস্তুত বিমান বাহিনী। খুব কম সময়ের নোটিশেই যুদ্ধ নামতে প্রস্তুত তারা।
তিনি আরও জানান, সেনাবাহিনী এবং নৌবাহিনীর সঙ্গে একত্রিত হয়ে কাজ করার ক্ষেত্রেও দায়বদ্ধ তারা। গত বছর পাঠানকোটে আইএএফ স্টেশনে জঙ্গি হামলার পর থেকেই, যে কোন হুমকির মোকাবিলায় সমস্ত বিমান বাহিনী ঘাঁটিগুলির নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে তোলা হয়েছে বলে জানান ধানোয়া।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন