বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠল সিপিএমের রাজ্যসভার সাংসদ ঋতব্রত ব্যানার্জির নামে! সম্প্রতি নম্রতা দত্ত নামের এক তরুণী টুইটারে অভিযোগ করে জানালেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিল্লির ফ্ল্যাটে তার সঙ্গে একাধিকবার ঋতব্রত শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে সামাজিক স্বীকৃতি দিতে অস্বীকার করেন তিনি। এমনকি তাকে মুখ বন্ধ রাখতে চাপ দেওয়া হয় বলেও অভিযোগ।
তরুণীর আরও অভিযোগ, আড়াই লাখ টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টাও করেন সিপিএমের রাজ্যসভার সাংসদ। নম্রতার আরো অভিযোগ, ২০১৫ সালে ১৫ অক্টোবর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ঋতব্রত ব্যানার্জি। ১৯ বার তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল। তার দাবি, ঋতব্রত প্রভাবশালী। তাই তার বিরুদ্ধে পুলিশ অভিযোগ এফআইআর নিচ্ছে না। দেশটির প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে বিচার চেয়েছেন নম্রতা দত্ত। নম্রতা জানিয়েছেন, ঋতব্রতর যে ঘড়ি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তা তিনিই উপহার দিয়েছিলেন। তাঁকে নেদারল্যান্ডসে আসার খরচও দিয়েছিলেন তিনিই। সূত্র: জিনিউজ।
বিডি প্রতিদিন/এ মজুমদার