ডোকলামে রাস্তা তৈরির কাজ অব্যাহত রাখবে বেইজিং। চীনের প্রতিরক্ষামন্ত্রীর চীন সীমান্ত পরিদর্শনের পর এমনটাই উল্লেখ করা হল চীনের সংবাদমাধ্যমে। চীনের সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’-এর রিপোর্টেই গত সপ্তাহে বলা হয় চাম্বি ভ্যালিতে রাস্তা তৈরির কাজ শুরু করেছে চীন।
সেই রিপোর্টের পরই ভারতের তরফ থেকে বলা হয়, চীন সীমান্তে রাস্তা তৈরির খবর ভুল। কিন্তু সেই প্রসঙ্গ উল্লেখ করে চীনের সংবাদপত্রে বলা হয়েছে, ‘এটা রাস্তা তৈরির জন্য উপযুক্ত মৌশুম নয়। রাস্তা তৈরির কাজ জারি থাকবে। ‘ বেইজিং-এর ওই অংশে রাস্তা নির্মাণের কাজ চালানোর অধিকার রয়েছে বলেও মন্তব্য করা হয়েছে।
চীনের বিবৃতিতে আগেই বলা হয়, ডোকলাম চীনেরই অংশ। তাই চীনের সীমান্তরক্ষী বাহিনী সবসময় ওই অংশে নজরদারি চালাবে। ডোকলামে সীমান্ত রক্ষার জন্যে সর্বক্ষণই চীনা সেনা মোতায়েন করা থাকে। এমনকি ডঙলাঙ যে চীনেরই অংশ এবিষয়ে কোথাও কোনও দ্বন্দ্ব নেই বলেও দাবি করা হয়েছে চীনের বিদেশ মন্ত্রালয়ের তরফ থেকে।
বিডি-প্রতিদিন/ ৯ অক্টোবর, ২০১৭/ তাফসীর