দুই প্রাপ্ত বয়স্ক নিজেদের সিদ্ধান্তে লিভ-ইন সম্পর্কে থেকেছেন এবং সহবাসের সময় পূর্ণ সম্মতিতেই যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন, এমন বিষয়কে কখনই ধর্ষণ হিসেবে প্রতিষ্ঠিত করা যায় না এমনকি প্রতারণাও বলা যায় না।
সম্প্রতি এক রায়ে এমনটিই জানিয়েছে ভারতের সেশন কোর্ট।
রায়ে আদালত আরও জানায় অভিযোগকারী নারী সরকারিভাবে বিয়ের আগেই লিভ-ইন সম্পর্কে সম্মত হয়েছেন, তাকে জোর করে সম্পর্কে স্থাপনে বাধ্যও করা হয়নি।
অভিযোগকারী আদালতে জানিয়েছেন, মনোজ মোর নামের ব্যক্তি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের অগাস্টের দিকে দুজনের মধ্যে আলাপচারিতার শুরু। এরপর প্রেম, তারপর এক সঙ্গে থাকার সিদ্ধান্ত। এই সম্পর্ক থেকে একটি সন্তানের জন্মও দেন তারা। সম্পর্কের চার বছর পর নারী অভিযোগ করেন, অভিযুক্ত মনোজ মোর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেন এবং তিনি ধর্ষণের শিকার হন। আদালতের কাছে অভিযুক্তের সঙ্গে বিয়ের আর্জিও জানিয়েছেন অভিযোগকারী। অন্যদিকে, অভিযুক্তের উকিল আদালতে জানিয়েছে, মনোজ মোর কখনই বিয়ের প্রতিশ্রুতি দেননি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন