আফগানিস্তানের কাবুলে একটি বিয়ের অনুষ্ঠান হলের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার দেশটির সরকারি কর্মকর্তারা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
হামলাকারী ভবনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে নিরাপত্তা চেকপয়েন্টে বাধা দেয় হয়। ফলে সেখানেই হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়।
কাবুল পুলিশের মুখপাত্র আব্দুল বসির মুজাহিদ জানান, হতাহতদের মধ্যে আমাদের অনেক পুলিশ সদস্য রয়েছে।
বিডিপ্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৭/ ই জাহান