ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতা ও লোকসভা সদস্য (এমপি) শিব কুমারকে তার নিরাপত্তারক্ষীসহ গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির কাছাকাছি শহর গ্রেটার নইদার বিসরাখে এ হত্যাকাণ্ড ঘটে। এসময় গুরুতর হন আরও দুইজন।
এ ব্যাপারে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শিব কুমার চলন্ত গাড়িতে ছিলেন। গাড়িটি গ্রেটার নইদার বিসরাখ এলাকায় পৌঁছালে কাছাকাছি থেকে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্ত তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান বিজেপি নেতা ও এমপি শিব কুমার। গাড়িতে থাকা দুই নিরাপত্তারক্ষীও গুলিতে মারা গেছেন।
পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের একটি ডিভাইডারে গিয়ে জোরে ধাক্কা লাগে। এতে চালকসহ গাড়িতে থাকা আরও দুইজন গুরুতর হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ