চীন ও ফিলিপাইন ১৪টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। দ্বি-পাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ‘ইতিবাচক পদক্ষেপ’ জোরদারে এ দুই দেশের নেতাদের দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে বুধবার এসব চুক্তি করা হয়েছে। খবর সিনহুয়ার।
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সঙ্গে সাক্ষাতের পর সফররত চীনের প্রধানমন্ত্রী লি কাকিয়াং রাজধানী ম্যানিলায় সাংবাদিকদের বলেন, চীন ও ফিলিপাইনের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে। এখন উভয় দেশ একত্রে কাজ করার ব্যাপারে আশাবাদী।
বিগত এক দশকের মধ্যে লি হচ্ছেন প্রথম চীনা প্রধানমন্ত্রী যিনি কোনো সরকারি সফরে ফিলিপাইনে গেলেন। আর তিনি এমন এক সময় ফিলিপাইন সফরে গেলেন যখন এ দু’দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার হচ্ছে। গত বছর দুতার্তের চীন সফরের পর থেকেই তাদের মধ্যে এ সম্পর্কের উন্নতি অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৭/এনায়েত করিম