আর্জেন্টিনা নৌবাহিনীর একটি সাবমেরিন ৪৪ জন নাবিকসহ নিখোঁজ হয়েছে।
দেশটির নৌবাহিনীর একজন মুখপাত্র জানান, দুইদিন আগে ডুবোজানটি হারানোর আগে সর্বশেষ আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলের সাগরে থাকা অবস্থায় যোগাযোগ হয়। শুক্রবারে কন্টোল রুমের সঙ্গে যোগাযোগ হারানোর পর এর সন্ধানে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।
নৌবাহিনীর মুখপাত্র এনরিখ বালবি জানান, এখানে যদি যোগাযোগ সমস্যা হতো তবে ডুবোযানটি উপরিভাগে ভেসে ওঠতো। তবে সাবমেরিনটি বেশ কয়েকদিন চলতে পারবে, এমন পরিমাণ খাবারের সরবরাহ রয়েছে। যোগাযোগ সমস্যাগুলোর মধ্যেও এটি বেশ কয়েকদিন কাটিয়ে দিতে পারবে।
আরেক মুখপত্র জানান, এই ঘটনায় যোগাযোগ সমস্যা ছাড়া আমরা আর কিছু ভাবছি না। জার্মানির তৈরি এই সাবমেরিনটিতে হয়তো কোনো বৈদ্যুতিক গোলযোগ হয়েছে।
বিডিপ্রতিদিন/ ১৮ নভেম্বর, ২০১৭/ ই জাহান