উদ্ধারকর্মীরা দিনব্যাপী তল্লাশী চালিয়ে শুক্রবার হিমালয়ের উত্তরপাশে মাউন্ট নোইজিনকাংসাং এ নিখোঁজ এক চীনা পর্বতারোহীর লাশের সন্ধান পেয়েছে।
সৌখিন পর্বতারোহী লি পর্বতের ৭ হাজার ২০৬ মিটার উঁচু থেকে নিখোঁজ হন। তিনি একাই সেখানে আরোহণ করেন। ৮ নভেম্বর তিনি ও তার সঙ্গী ঝু পর্বতটিতে একটি শিবির স্থাপন করেন।
তিব্বত পর্বতারোহী দলের ডেপুটি ক্যাপ্টেন ও উদ্ধারকারী দলের সদস্য ঝাজি সেরিং বলেন, তারা লি'র লাশ খুঁজতে একটি টেলিস্কোপ ব্যবহার করেন। লাশটি যেখানে আছে সেখানে যাওয়ার পথ পিচ্ছিল হওয়ায় পা পিছলে নিচে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই উদ্ধারকর্মীরা সে চেষ্টা করছে না।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৭/আরাফাত