ফিলিপাইন সাগরে ১১ আরোহীসহ বিধ্বস্ত মার্কিন বিমানের ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিমানবাহী রণতরী ইউএসএ রোনাল্ড রিগান ৭ ফ্লিটে ফিরে আসার সময় বিমানটি বিধ্বস্ত হয়।
বুধবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বিমান ১১ ক্রু ও যাত্রী নিয়ে ওকিনাওয়া’র দক্ষিণপূর্বে সাগরে বিধ্বস্ত হয়েছে। উদ্ধার অভিযান চলছে।
তবে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ১১ জন নিখোঁজ ছিলেন। পরে উদ্ধার অভিযানে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও তিন জন নিখোঁজ রয়েছেন।
বিডিপ্রতিদিন/ ২২ নভেম্বর, ২০১৭/ ই জাহান