চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে একটি নির্মাণ স্থলে বুধবার মাচান ভেঙে পড়ায় পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর সিনহুয়ার।
কাউন্টি সরকার জানায়, নির্মাণ শ্রমিকরা কাউন্টির জিয়ানশিতে চীনের শিল্প ও বাণিজ্যিক ব্যাংকের (আইসিবিসি) একটি পুরাতন শাখা ভবন ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সরকার জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে উদ্ধার কর্মীরা সেখানে চাপা পড়ে প্রাণ হারানো ব্যক্তিদের উদ্ধার করে। এদের মধ্যে তিনজন পুরুষ ও দু’জন নারী রয়েছে।
এ দুর্ঘটনার সাথে সংশ্লিষ্ট ছয়জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৭/এনায়েত করিম