বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের জন্য একদিকে যেমন অাসামের সরকার ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি)-এর সাহায্য নিয়েছে, ঠিক অন্যদিকে সীমান্ত পেরিয়ে ভারতের বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে আরও কঠোর নীতি নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বাংলাদেশের সঙ্গে ১,১১৬ কিলোমিটার বিস্তৃত রিভারাইন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে প্রথমবারের মতো পানির তলায় সেন্সর বসানোর পরিকল্পনা নিয়েছে বিএসএফ। একইসঙ্গে পানির তলা দিয়ে অবৈধ অনুপ্রবেশের জন্য মানব পাচারকারীরা যে পথ ব্যবহার করে সেই পথ চিহ্নিত করতেও রিমোটচালিত যান ব্যবহার করার চিন্তাভাবনা নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।
বাংলাদেশের সঙ্গে দীর্ঘ ৪০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের। এর মধ্যে ২৯৭৯ কিলোমিটার সীমান্ত রয়েছে স্থল, বাকী ১১১৬ কিলোমিটার রয়েছে রিভারাইন। এই দুই দেশের মধ্যে দিয়েই অভিন্ন ৫৪টি নদী প্রবাহিত হয়েছে। বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে ভারতের পাঁচটি রাজ্যের। যেখানে পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে ২২১৭ কিলোমিটার সীমান্ত, অাসাম (২৬২ কিমি), মেঘালয় (৪৪৩ কিমি), ত্রিপুরা (৮৫৬ কিমি) এবং মিজোরামের সঙ্গে ১৮০ কিলোমিটার সীমান্ত রয়েছে।
বাংলাদেশ সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফ’এর শীর্ষ কর্মকর্তা জানান, ‘সীমান্ত বরাবর এমন কিছু সমস্যা রয়েছে যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। ওই সমস্ত জায়গায় প্রযুক্তিগত পদ্ধতির সহায়তা নেওয়া হচ্ছে। পানির তলায় রিমোট চালিত যান, হাইড্রোফোন (পানির তলা থেকে পানির তরঙ্গ জানানোর মাইক্রোফোন) ব্যবহার করে অনুপ্রবেশকে পুরোপুরিভাবে রোধ করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী’।
বিএসএফ কর্মকর্তা আরও জানান, ‘পানির তলায় যে সেন্সরটি থাকবে তার ব্যাটারি নিরবিচ্ছিন্নভাবে নিজে থেকেই চার্জ নেবে এবং এর মধ্যে উন্নত মানের এলসিডি বা এলইডি সংযুক্তি থাকবে। বিএসএফ’এর পক্ষ থেকে ব্যবহৃত এই প্রযুক্তির মাধ্যমে যে কোন পরিস্থিতিতেই পানির মধ্যে চলাচল করা কম-মাঝারি বা উচ্চ শব্দের কোন বস্তুকে শনাক্ত করার পাশাপাশি সময়মতো আসল চিত্র ও তথ্য সংগ্রহও করা যাবে।'
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৭/মাহবুব