নানান রঙের আতশবাজিতে ২০১৮ সালকে বরণ করে নিয়েছে গোটা বিশ্ব। স্বাগত জানিয়েছে নতুন বছরকে। কিন্তু পৃথিবীর ধীরগতিতে আবর্তনের জন্যই নাকি এই নতুন বছরে ঘটতে পারে বহু প্রাকৃতিক বিপর্যয়। যার মধ্যে ভয়াবহ ভূমিকম্পের কথা সবার আগে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। তবে বিজ্ঞানীদের এই রিপোর্ট নিয়ে সংশয় রয়েছে।
বেশ কিছু বিজ্ঞানীর মতে, ৭.০ ম্যাগনিটিউডে ভয়াবহ তীব্রতায় ভূমিকম্প তছনছ করে দিতে পারে পৃথিবীকে। কলোরাডো ইউনিভার্সিটি থেকে প্রকাশিত একটি জার্নালে বলা হয়েছে, এই ভূমিকম্পের তীব্রতা আরও বাড়তে পারে এবং তা ৯.০ পর্যন্তও পৌঁছতে পারে। তবে এই গবেষণা নিয়ে অনেকেই সন্তুষ্ট নন।
গত অক্টোবরে প্রকাশিত এই জার্নালে সম্ভাব্য ৫০টি অবস্থার কথা বলা হয়েছে প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে।
ইউএসএ, দক্ষিণ ইওরোপ, মধ্য প্রাচ্য, দক্ষিণ আমেরিকার মতো বড় দেশগুলো এইসব প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/০২ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম