যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার আগে থেকেই নানা কারণে খবরের শিরোনামে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। নারী কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন বেফাঁস মন্তব্যের জেরে আলোচনার কেন্দ্রেই থাকতেন তিনি। ফের আলোচনায় চলে এলেন ডোনাল্ড ট্রাম্প। এবারের বিষয়বস্তু তার 'মিথ্যা দাবি'।
সম্প্রতি দ্য ওয়াশিংটন পোস্টে ডোনাল্ড ট্রাম্পের করা বিভিন্ন 'মিথ্যা দাবি' সম্পর্কিত একটি প্রতিবেদন তুলে ধরা হয়। সেই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার পর তার মেয়াদের প্রথম ৩৪৭ দিনে ১,৯৫০টি মিথ্যা দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।
সেই প্রতিবেদনে আরও বলা হয় যে, সেই ১,৯৫০টি মিথ্যা দাবির ভেতর অন্তত ৬০টি দাবি তিন বা তার বেশি সংখ্যক বার পুনঃরাবৃত্ত করেন তিনি। এগুলোর মধ্যে সর্বাধিক পুনঃরাবৃত্ত দাবিগুলো হচ্ছে তার পূর্বসূরি বারাক ওবামা'র স্বাস্থ্যসেবা আইন 'ওবামাকেয়ার' এবং নির্বাচন পূর্ববর্তী নানা ঘটনা সংশ্লিষ্ট।
মার্কিন স্বাস্থ্যসেবায় ব্যাপক সংস্কারধর্মী ওই স্বাস্থ্য আইন বাতিল করে বেশ সমালোচিত হন ট্রাম্প। এর জন্য মার্কিন কংগ্রেসে তুমুল বিরোধিতার সম্মুখীনও হতে হয় তাকে। এমনকি তার 'ট্যাক্স কাট বিল' যেটাকে তিনি মার্কিন ইতিহাসের সর্ববৃহৎ বলে ৫৩ বার দাবি করেছেন, ট্রেজারি ডিপার্টমেন্টের র্যাংকিং এ সেটির অবস্থান মাত্র অষ্টম।
এছাড়া স্টক মার্কেট নিয়ে ৮৫ বার ভুল মন্তব্য করেন বহুল বিতর্কিত এই মার্কিন প্রেসিডেন্ট। সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর