মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তালেবানদের সঙ্গে কথা বলার সঠিক সময় এখনও আসেনি। এটা উপযুক্ত সময় নয়। যথাযথ সময়ে তালেবানকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও জানান তিনি। সোমবার সাংবাদিকদের একথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প।
এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, কাবুল বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে তালেবান। এই ঘটনায় প্রায় ১০৩ জন নিহত হয়েছেন। এর পরই আফগানিস্তানের অবস্থান কী হতে চলেছে তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন রাখলে ট্রাম্প জানিয়েছেন, তালেবানদের সঙ্গে কথা বলার অবশ্যই প্রয়োজন রয়েছে। কিন্তু এই সময়টা উপযুক্ত সময় নয় তালিবানদের সঙ্গে কথা বলার জন্য। যথাযথ সময়ে উপযুক্ত জবাব দেওয়া হবে তালেবানকে।
এর আগে, বিস্ফোরক বোঝাই অ্যাম্বুলেন্সে আত্মঘাতি বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল। আফগান রাজধানীর এই হামলার দায় স্বীকার করে নিয়েছে তালেবান।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ