৯০ দিনের নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে ১১টি দেশের শরণার্থীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন ২০১৭ সালের অক্টোবরে জারি হওয়া নিষেধাজ্ঞা তুলে নিলেও আগের চেয়ে অনেক বেশি কঠোর যাচাই-বাছাই ও পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই কেবল এসব দেশের শরণার্থীরা যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার পাবেন।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী কার্স্টেন নিয়েলসেন এ বিষয়ে বলেন, " কারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে যাচ্ছে, সেটা ভালোভাবে জানাটা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। বাড়তি এসব নিরাপত্তামূলক পদক্ষেপ নেয়ায় আমাদের শরণার্থী কার্যক্রমের ফাঁক গলে খারাপ লোকদের পক্ষে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়াটা আগের চেয়ে অনেক কঠিন হবে। এর মধ্য দিয়ে আমাদের স্বদেশের নিরাপত্তা আরও নিশ্চিত হবে।
কট্টর মুসলিমবিরোধী বলে পরিচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ২০১৭ সালের অক্টোবর মাসে উত্তর কোরিয়াসহ মোট ৮টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। দেশগুলো হলো ভেনেজুয়েলা, লিবিয়া, শাদ, সিরিয়া, ইরান, ইয়েমেন, সোমালিয়া ও উত্তর কোরিয়া।
এবার যে ১১টি দেশকে ‘উচ্চ ঝুঁকি’র দেশ বলা হচ্ছে, সেগুলোর নাম উল্লেখ না করা হলেও শরণার্থীদের অধিকার রক্ষায় সোচ্চার বিভিন্ন গ্রুপ বলছে, এসব দেশের তালিকায় থাকবে মূলত, মিশর, ইরান, ইরাক, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া ও ইয়েমেন।
বিডিপ্রতিদিন/ ৩০ জানুয়ারি, ২০১৮/ ই জাহান