অস্ট্রেলিয়ায় সরকারের অতি গোপনীয় একটি ফাইল ২০০৮ থেকে ২০১৩ এর মধ্যবর্তী কোনো এক সময় খোয়া গিয়েছিল। ওই সময় ক্ষমতায় ছিল লেবার পার্টি। ২০১৩ সালের নির্বাচনে লেবার পার্টি হেরে যায়। বর্তমানে ক্ষমতায় আছে লিবারেল পার্টি।
অনেক খোঁজাখুঁজির পর ফাইলটি একটি পুরনো ফার্নিচারের দোকানে পাওয়া গেছে। ফাইলটি কীভাবে ফার্নিচারের দোকানে গেল-তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসির উদ্ধৃতি দিয়ে বুধবার এ খবর প্রকাশ করেছে বিবিসি ও গার্ডিয়ান।
প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের দফতর ও মন্ত্রীসভাও এ নিয়ে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি এটিকে 'দেশের মন্ত্রিসভার গোপনীয়তা সম্পর্কিত সবচেয়ে বড় তথ্য ফাঁস' বলে অভিহিত করেছে। এতে অস্ট্রেলিয়ার পাঁচ সরকারের সঙ্গে সম্পর্কিত শত শত নথি ছিল।
যে দোকানে এটি পাওয়া গেছে সেখানে পুরনো সরকারের ব্যবহৃত ফার্নিচার বিক্রি সস্তায় হতো। সামান্য অর্থে সে দোকান থেকে ফার্নিচার কিনেছিলেন এক ব্যক্তি। কিন্তু তার ভেতরে বন্দী থাকা ফাইল সম্পর্কে তার ধারনা ছিল না। পরে ড্রিলিং মেশিনের মাধ্যমে সেটি বের করা হয়। তবে দোকান ও ক্রেতার পরিচয় জানায়নি অস্ট্রেলিয়ার সংবাদবাধ্যম।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৮/ফারজানা