ভারতে প্রতি বছর জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা প্রায় ৩০ হাজার। রাস্তার কুকুরের কামড়েই এই রোগের ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। বিষয়টিতে গুরুত্ব দিয়ে রাস্তার কুকুরকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন ও নির্বীজকরণ কর্মসূচি পালিত হয় ভারতের বালুরঘাটে।
জানা যায়, দেশটিতে এবছর ১৪ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী পালিত হচ্ছে এই বিশেষ কর্মসূচি। প্রাণী ক্লেশ নিবারণ নামক এই কর্মসূচিতে মঙ্গলবার বালুরঘাট শহরে পথ কুকুরকে ধরে জলাতঙ্ক রোগের প্রতিষেধক দেওয়া হয়।
কলকাতা টুয়েন্টিফোর'র এক প্রতিবেদনে কর্মসূচির দায়িত্বে থাকা দেশটির প্রাণী সম্পদ কর্মকর্তা পার্থসারথি নাগ বলেছেন, কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগের ব্যাপকতা কমাতে ভ্যাকসিন ও নির্বীজকরণ প্রক্রিয়া চলছে। কুকুর ধরতে প্রয়োজনীয় ক্যাচার ও অপারেশনের পরিকাঠামো নেই তাদের কাছে। ফলে ইচ্ছা থাকলেও কিছু করার থাকেনা। তবে এবার নির্বীজকরণ না করতে পারলেও পথ কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধের ভ্যাকসিন দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার