কাবুলে হামলার জন্য জঙ্গিদের ট্রেনিং দিয়েছিল আইএসআই। আফগানিস্তানের এক উচ্চপর্যায়ের কূটনীতিবিদ জানিয়েছেন, আফগানিস্তানে ইন্টারকল্টিনেন্টাল হোটেলে যে হামলা চালানো হয়েছিল, তা অনেকটা তাজ হোটেলে হামলার আদলে। আর এই হামলার জন্য প্রশিক্ষণ দিয়েছে পাকিস্তানের আইএস।
জাতিসংঘে আফগানিস্তানের দূত মহম্মদ সাকিল পাকিস্তানের ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (ISI)-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। টুইটারে তিনি লিখেছেন, আবদুল কাহার, জঙ্গিদের জনক, গত সপ্তাহে কাবুল ইন্টারকল্টিনেন্টাল হোটেলে হামলার সঙ্গে যুক্ত ছিল। তার ছেলে চমন পাকিস্তানের বালোচিস্তান এলাকায় আইএসআইয়ের কাছে ট্রেনিং নিয়েছে।
আফগান দূতাবাসের রাষ্ট্রসংঘের দূত এও জানিয়েছেন, এই পরিকল্পনার পিছনে পাকিস্তানের হাত ছিল। তিনি আরও বলেন, তালিবান হামলার সময় বিশেষ নাইট-ভিশন চশমা পাওয়া গিয়েছিল। সেটি পাকিস্তানি সেনার৷ সেটি তারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী কাশ্মীরের লস্কর-ই-তইবা ও আফগানিস্তানের তালিবানকে দেয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে আফগান দূত হামিদুল্লা মোহিব অবশ্য এনিয়ে কোন প্রতিক্রিয়া জানাননি।
২০ জানুয়ারি কাবুলের ইন্টারকল্টিনেন্টাল হোটেলে হামলা চালায়। ঘটনায় ২৫ জন মারা যান। প্রায় ১২ ঘণ্টারও বেশি সময় ধরে প্রতিটি ঘটে গিয়ে দেখা হয়েছে কোথাও কোন বিদেশি আটকে পড়েছে কিনা। কাবুলের এই হোটেলে হামলা অনেকটা ২৬/১১-র মুম্বাইয়ের তাজ হোটেলের হামলার আনুরূপ। ২৬/১১ হামলার পিছনে আইএসআইয়ের হাত ছিল বলে প্রমাণ করেছিলেন যুক্তরাষ্ট্রের গুপ্তচরেরা। কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার