বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি আর ভয়ংঙ্কর সব মহড়া। এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সতর্ক করে বলেছেন, উত্তর কোরীয় সরকার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরীর একেবারে কাছাকাছি চলে এসেছে।
পিয়ংইয়ংয়ের এই অগ্রগতি মার্কিন ভূ-খণ্ডের জন্য হুমকি হতে পারে বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এসময় ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির বেপরোয়া তত্পরতা আমাদের ভূখণ্ডের জন্য খুব শিগগিরই হুমকি হতে পারে। কখনও যাতে এমন ঘটনা না ঘটে তা প্রতিরোধে আমরা দেশটির বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচারণা চালিয়ে যাচ্ছি।’
সূত্র: বাসস
বিডি প্রতিদিন/১ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ