আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে ক্রমশই যুদ্ধের দিকে এগুচ্ছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যে নিষেধাজ্ঞার মাধ্যমে পিয়ংইয়ংকে চাপে রাখতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তকে মোটেই সহজভাবে দেখছে না রাশিয়া। তাই উত্তর কোরিয়ায় তেল সরবরাহ পথ বন্ধ করার তৎপরতা থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে পুতিনের দেশ।
রাশিয়ার মতে, এমনটি করা হলে তা হবে দেশটির বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধ ঘোষণার সামিল। উত্তর কোরিয়ায় তেল ও তেল পণ্য সরবরাহ বন্ধ করে দেওয়া বা কমিয়ে দেয়ার বিরোধিতা করেছেন দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দর মাতজেগোরা। বুধবার একটি পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।
তার মতে, তেল সরবরাহ বন্ধ করে দিলে উত্তর কোরিয়ার কল কারখানা বন্ধ হয়ে যাবে, অর্থনৈতিক কার্যক্রম ও উৎপাদন মুখ থুবড়ে পড়বে। একে দেশটি তখন তার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধের উস্কানি হিসেবে গণ্য করবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ সত্ত্বেও রাশিয়া উত্তর কোরিয়ায় তেল রপ্তানি বন্ধ করবে না বা সরবরাহ কমিয়ে আনবে না।
বিডি প্রতিদিন/১ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ