প্রশ্নোত্তর পর্বে দেরি করে অংশ নেয়ায় লজ্জিত হয়ে পদত্যাগ করেছেন ব্রিটেনের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসের সদস্য লর্ড মাইকেল বেটস। বাদ দেয়ার ওই সিদ্ধান্ত কার্যকর করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে আহ্বানও জানিয়েছেন তিনি। বুধবার এ ঘটনা ঘটে। তার পদত্যাগের ঘোষণায় উপস্থিত সবাই চমকে যান। সবাই 'নো' বলে তার সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানান। যার প্রশ্নের উত্তর বেটস দিতে পারেননি তিনিও এ পদত্যাগ মানতে পারেননি।
লর্ড বেটসের এ অবস্থানের সঙ্গে একমত নন দেশটির প্রধানমন্ত্রীও। লর্ড বেটসের পদত্যাগের সিদ্ধান্তকে 'অপ্রয়োজনীয়' বলেও আখ্যা দেয়া হয়েছে তার দফতর থেকে। লর্ড বেটসের পদত্যাগের কোনো কারণ ঘটেনি বলে জানিয়েছেন থেরেসা মের মুখপাত্র। প্রধানমন্ত্রী পদত্যাগের আবেদন অগ্রাহ্য করায় ধারণা করা হচ্ছে বেটসকে হয়তো নিজ পদে ফের যোগ দিতে হবে।
থেরেসা মে নেতৃত্বাধীন কনজারভেটিভ দলের প্রথম সারির নেতা এই লর্ড বেটস। তিনি আন্তর্জাতিক উন্নয়ন বিভাগে মন্ত্রী হিসেবে ২০১৬ সালে নিয়োগ পান। এর আগে তিনি ডেপুটি স্পিকার ও ডেপুরি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ২০০৮ সালে প্রথমবারের মতো হাউজ অব লর্ডসে সদস্যপদ পান বেটস। সূত্র : সিএনএন
বিডি প্রতিদিন/১ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা