জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে সৌদি আরবকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন ব্রিটেনের কয়েকজন আইনজীবী। বিনা অপরাধে সৌদি আরবের বহু রাজনৈতিক ও মানবাধিকার কর্মী আটকের ঘটনায় ব্রিটিশ আইনজীবীরা এ দাবি জানিয়েছেন।
ব্রিটিশ আইনজীবী রডনি ডিক্সন কিউসি এবং লর্ড কেনেথ ডোনাল্ড জন ম্যাকডোনাল্ড বলেছেন, গত সেপ্টেম্বরে ৬০ জনেরও বেশি ব্যক্তিকে আটক করেছে সৌদি সরকার। যাদের বেশিরভাগই মানবাধিকারের পক্ষে সোচ্চার ছিলেন অথবা রাজনৈতিক কর্মী।
এ অবস্থায় ব্রিটিশ আইনজীবীরা বলেন, আমাদের প্রধান সুপারিশ হচ্ছে- জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে সৌদি আরবকে বহিষ্কারের জন্য সাধারণ পরিষদকে উদ্যোগ নিতে হবে।
ব্রিটিশ আইনজীবীরা আরও বলছেন, মানবাধিকার ও রাজানৈতিক দমন-পীড়ন অব্যাহত রাখবে আবার সৌদি সরকার মানবাধিকার পরিষদের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে- তা হতে পারে না, এটা সম্পূর্ণভাবে সাংঘর্ষিক।
দুই আইনজীবী বলেন, এর আগে এই সৌদি আরব জাতিসংঘ মানবাধিকার পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছে।
আটক ব্যক্তিদের পরিবার ও আত্মীয়-স্বজনের সাথে আলোচনা করে ব্রিটিশ আইনজীবীরা সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন এবং তা সৌদি সরকারের কাছে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত