সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মিসরে সফরে গেছেন। সোমবার তাকে বহনকারী বিমানটি স্কট দিয়ে নিয়ে যায় মিসরের বিমানবাহিনীর ৩টি যুদ্ধবিমান। খবর- আরব নিউজের।
প্রথমবারের মতো মিসর সফরে গেলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সফরের কয়েক ঘণ্টার মধ্যেই দুই দেশের মধ্যে ১৬ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। তবে চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
এছাড়া আঞ্চলিক রাজনৈতিক সংকট সমাধানের দুই দেশের মধ্যেও অন্য একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
বিডি প্রতিদিন/০৬ মার্চ ২০১৮/এনায়েত করিম