তুরস্ক পুলিশ ১২ জন সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে। সোমবার রাজধানী আঙ্কারাতে জঙ্গিদের খোঁজে তল্লাশি চলানোর সময় তাদের আটক করা হয়।
এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতরা সকলেই বহিরাগত। তারা আইএস জঙ্গি সংগঠনে নাম লেখানোর কাজ করছিল। তাদের সঙ্গে সিরিয়া ও ইরাকের আইএস জঙ্গিদের যোগাযোগ আছে।
এদিকে, সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারাতে অবস্থিত মার্কিন দূতাবাসে হুমকি ফোন আছে। এরপর বন্ধ করে দেওয়া দূতাবাস। ওয়েবসাইটে সাধারণ মানুষদের দূতাবাসস্থল এড়িয়ে যাবার আবেদন জানানো হয়। জরুরী কাজ ছাড়া দূতাবাসে না আসার কথাও জানানো হয়। ভিসার ইন্টারভিউয়ের জন্য যাদের ডাকা হয়েছিল তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়। দূতাবাস কখন খোলা হবে তা নিয়ে কিছু এখনও কিছু জানানো হয়নি।
অন্যদিকে তুরস্কের সংবাদসংস্থা অ্যানাডোলু জানিয়েছে, এই ঘটনার পর আঙ্কারাতে তল্লাশি চালানো হয়। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ১২জনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও আট জনের নামে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৮/ওয়াসিফ