ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে বরযাত্রী বহনকারী একটি ট্রাক মঙ্গলবার নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে ছিটকে নদীতে পড়ে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। এদের অধিকাংশই নারী ও শিশু। দেশটির কর্মকর্তা একথা জানান।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ছিটকে সেতু থেকে আট মিটার নিচের শুকনো নদীতে পড়ে যায়। গুজরাটে মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
গুজরাটের পুলিশ পরিদর্শক কে জে কাদাপদা বলেন, ‘ট্রাকটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিল। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।’
উল্টো যাওয়া ট্রাকের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তাদের আশঙ্কা। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজ্যের রাজধানী আহমেদাবাদ থেকে প্রায় ২শ’ কিলোমিটার দূরে ভবনগরে এই দুর্ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/০৬ মার্চ ২০১৮/ সালাহ উদ্দীন/এনায়েত করিম