ব্রিটেন ও আয়ারল্যান্ডে তীব্র ঠাণ্ডায় অসহায় বাস্তুহীনদের জন্য মসজিদগুলো খুলে দেয়া হয়েছে। গত শুক্রবার থেকে ব্রিটেনের আবহাওয়া অধিদফতর সতর্কতা জারি করে। এরপর শুরু হয় প্রচণ্ড শৈত্যপ্রবাহ ও তুষারঝড়। এতে বিপাকে পড়েন বাস্তুহীন মানুষেরা। তাদের আশ্রয় দেয়ার পাশাপাশি ব্রিটেন ও আয়ারল্যান্ডের বেশকিছু মসজিদে খাবারের ব্যবস্থাও করা হয়েছে। গোসল-টয়লেটসহ নানা ব্যবস্থা করা হচ্ছে এসব সহায়-সম্বলহীন মানুষগুলোর জন্য।
ম্যানচেস্টারের মাক্কি মসজিদ, লিডস গ্র্যান্ড মসজিদ, ওল্ডহাম মসজিদ, ফিনসবারি পার্ক মসজিদ, ক্যান্টাবারি মসজিদ, ডাবলিনের ক্লোনসকিগ মসজিদসহ বেশ কিছু মসজিদে আশ্রয় নিয়েছেন গৃহহীনরা। তাদের নিরাপত্তার স্বার্থে লোকবলও নিয়োগ করা হয়েছে।
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৮/ফারজানা