আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে নিজেদের সামারক বাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তুলছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই ধারাবাহিকতায় আগামী অর্থবছরের জন্য চীন সামরিক খাতে ১৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বাজেট ঘোষণা করেছে। যা গত বছরের তুলনায় ৮ শতাংশ বেশি। সোমবার পার্লামেন্টে এ বাজেট ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী লি কেকিয়ায়ং।
এ ব্যাপারে লন্ডনভিত্তিক গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনিস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ জানিয়েছে, গত বছর চীন সামরিক খাতে ১৫১ বিলিয়ন ডলার বাজেট বরাদ্দ দিয়েছিল। এটি ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাজেট। তবে এটি এখনও যুক্তরাষ্ট্রের সামরিক বাজেটের তুলনায় চারগুন কম।
চীনের এই সামরিক বাজেট বৃদ্ধির পেছনে গত বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সফলতাকে দেখা হচ্ছে। গত বছর চীন ৬ দশমিক ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছিল।
বাজেটে আগামী অর্থবছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৮/ওয়াসিফ