মোবাইলে নীল ছবি দেখার অপরাধে ছেলের হাত কেটে নিল বাবা। পুলিশ সূত্রে জানা গেছে, সেই ছেলের হাতের অবস্থা খুবই আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানায়।
জানা গিয়েছে, ৪৫ বছরের মহম্মদ খুরেশি একটি স্থানীয় কেবল অপারেটরের চাকরি করেন। তিনি বেশ কিছুদিন ধরেই তার ১৯ বছরের ছেলে খালিদের প্রতি বিরক্ত ছিলেন। তার ছেলে মোবাইলে নীল ছবি দেখত, যা নিয়ে বাবা এবং ছেলের মধ্যে কথা কাটাকাটিও হয়। শুধু নীল ছবি নয়, প্রচুর সিনেমাও দেখত তার ছেলে। ছেলেকে বারণ করলেও সে কোনও কথার তোয়াক্কা করছিল না।
অবশেষে মহম্মদ খুরেশির সহ্যের বাঁধ ভেঙে যায়। একদিন ছেলে ঘুমিয়ে পড়লে চুপিসারে তিনি মাংস কাটার ছুরি দিয়ে ছেলের ডান হাত কেটে দেন। ঘটনার পরে গত সোমবার মহম্মদ খুরেশিকে গ্রেফতার করেছে তেলেঙ্গনা পুলিশ। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর