ভারতীয় একটি ড্রোন গুলি করে সেটা ধ্বংস করা হয়েছে। এমনটাই দাবি পাকিস্তান সেনাবাহিনীর। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, নিয়ন্ত্রণরেখার চিরিকোট এলাকায় সেই ড্রোনটিকে ধ্বংস করা হয়েছে।
গত এক বছরে এই নিয়ে চারটি ভারতীয় ড্রোন নাকি পাকিস্তান সেনা ধ্বংস করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। যদিও ভারতীয় সেনার তরফে এমনটা কিছু ঘটেনি বলেই জানিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনী বলেছে, নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তান ভূখণ্ডে নাকি ড্রোনটি ঢোকার চেষ্টা করছিল। সেই সময়েই সেটিকে ধ্বংস করে দেওয়া হয়। সম্প্রতি সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে আরও সম্পর্ক খারাপ হয়েছে। এই অবস্থায় পাকিস্তানের ভুয়া দাবি ঘিরে আরও তৈরি হচ্ছে জটিলতা।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর