জর্ডান নদীর পানি দিয়ে ব্রিটেনের হবু রাজবধূ মেগান মার্কেলকে মঙ্গলবার রাতে 'ব্যাপটাইজ' করা হয়েছে। চার্চ অব ইংল্যান্ডের সেন্ট জেমস প্যালেসের চ্যাপেল রয়্যালে গোপনীয়তা বজায় রেখে ওই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন ক্যান্টাবেরি আর্চবিশপ জাস্টিন ওয়েলবি।
৪৫ মিনিটের ওই ধর্মীয় আচার পালনের সময় মেগানের পাশে ছিলেন তার হবু স্বামী প্রিন্স হ্যারি। দুই মাস পরেই মেগান-হ্যারির বিয়ে। সেই বিয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ এটি। এর মাধ্যমে তালাকপ্রাপ্ত আমেকান অভিনেত্রী মেগানকে অ্যাংলিকান বিশ্বাসে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসা হয়েছে। সূত্র: পেজ সিক্স
বিডি প্রতিদিন/৯ জানুয়ারি, ২০১৮/ফারজানা