৪০ বছর বয়সী এক নারীকে গণধর্ষণ করে ছয়জন যুবক। শুধু তাই নয়, সেই ঘটনার ভিডিও রেকর্ডিং করে তারা৷ এরপর সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় সেই ভিডিও৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের বরন জেলাতে৷ পরে সেই নারীর অভিযোগের ভিত্তিতে গত শনিবার গ্রেফতার করা হয় অভিযুক্ত সেই ছয় যুবকদের৷
বরন জেলার পুলিশ জানিয়েছে, ঘটনাটি এক মাস আগের৷ এতদিন সেই নারী কোনও অভিযোগ জানাননি৷ পরে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের ভিডিও ফাঁস হয়ে যাওয়ার কথা জানতে পারেন৷ এরপরই ৫ মার্চ নারী পুলিশ থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি৷ এই ঘটনায় পুলিশ সেই ছয়জনকেই গ্রেফতার করেছে৷ তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা ও আইটি অ্যাক্টের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে৷
পুলিশের কাছে অভিযোগে সেই নারী জানিয়েছেন, আটকদের একজন তার পূর্বপরিচিত৷ চেতন মীনা (২১) নামে সেই যুবক তাকে বাইকে করে একটি নির্জন জায়গায় নিয়ে যায়৷ সেখানে আরও পাঁচ জন এসে হাজির হয়৷ সেই ছ’জন যুবক মিলে একে একে তাকে ধর্ষণ করে৷ তাদেরই একজন পুরো ঘটনাটি মোবাইলে ভিডিও রেকর্ডিং করে রাখে৷
পরে সেই নারীকে তার শ্বশুরবাড়ির কাছে ছেড়ে দিয়ে আসে৷ সেই সঙ্গে কাউকে কিছু জানালে তাকে প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকিও দেয় তারা৷ এতদিন ভয়ে মুখ বন্ধই করেছিলেন৷ কিন্তু তিনি জানতে পারেন সেদিনের ঘটনার ভিডিওটি সোশ্যাল সাইটে আপলোড করে দেওয়া হয়েছে৷ এরপরই থানায় অভিযোগ জানান তিনি। তার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সেই ছয় যুবককে৷
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর