যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেশের সর্বোচ্চ নেতা কিম জং-ইনের বৈঠকের বিষয়ে এখনো সাড়া দেয়নি উত্তর কোরিয়া।
গত শুক্রবার উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি বৈঠকে বসার প্রস্তাব গ্রহণ করে সবাইকে চমকে দেন ট্রাম্প। তবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, বৈঠকের বিষয়ে এখনো সাড়া দেয়নি পিয়ংইয়ং।
সোমবার দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, 'যুক্তরাষ্ট্রের বৈঠকের বিষয়ে আমরা এখনো উত্তর কোরিয়া থেকে আনুষ্ঠানিক কোনো সাড়া পাইনি।'
উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টই উত্তর কোরিয়ার কোনো নেতার সাথে সাক্ষাৎ করেননি। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/১২ মার্চ, ২০১৮/ফারজানা